মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় Independence 2.0 Cup T-20 cricket tournament Gaibandha 2025 এর উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯ টায় গাইবান্ধা জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
এ সময় বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও ভারপ্রাপ্ত ডিডিএলজি একেএম হেদায়েতুল ইসলাম। এসময আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ প্রমুখ।
টুর্নামেন্টে ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, জামালপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এবং স্বাগতিক গাইবান্ধার ২টি দলসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় ঢাকার টেন টুয়েলভ স্পোর্টিং ক্লাব ৫৩ রানে বগুড়ার ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
এর আগে টসে জিতে বগুড়ার ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি ঢাকার টেন টুয়েলভ স্পোর্টিং ক্লাবকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায়। প্রথম ব্যাট করেতে নেমে ঢাকার টেন টুয়েলভ স্পোর্টিং ক্লাব দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোট ১৫৭ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে বগুড়ার ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি ১৮.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে মোট ১০৪ রান করে।
২য় খেলায় রংপুরের ইয়ং ক্রিকেট একাডেমি ২ উইকেটে বগুড়ার টিএসআর ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
টসে জিতে বগুড়ার টিএসআর ক্রিকেট একাডেমি প্রথম ব্যাট করেতে নেমে ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে মোট ৯৭ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে রংপুরের ইয়ং ক্রিকেট একাডেমি ১৯.৪ ওভারে ০৮ উইকেট হারিয়ে মোট ১০০ রান করে।