ঢাকাশুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানিতে সালিশ মিমাংসা থেকে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত- ০৩

মোঃ রাসেল হাওলাদার
এপ্রিল ১১, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রাসেল হাওলাদার,

ইন্দুরকানি পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানিতে সালিশ মীমাংসা থেকে ফেরার পথে ১ নং পাড়ের হাট ইউনিয়নের পাড়ের হাট বাস স্ট্যান্ডে প্রতিপক্ষের হামলায় আহত হন,৩ নং বালিপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের উত্তর বালিপাড়া গ্রামের মোঃ আবুল কালাম মুন্সী, মোঃ আঃ মান্নান,মোঃ ইব্রাহিম মুন্সী, এসময় প্রতিপক্ষ তাদের উপরে হামলা করে গুরুত্বপূর্ণ কাগজপত্র দলিল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়, গত ৮ ই এপ্রিল বিকাল ৪.৩০মি: পাড়েরহাট বাস স্ট্যান্ডে এই ঘটনাটি ঘটে।

হামলার বিষয়ে আবুল কালাম মুন্সির কাছে জানতে চাইলে তিনি বলেন ,৮ই এপ্রিল বিকেল- ৪.৩০মিনিটের সময় পারেরহাট বাস স্ট্যান্ডে, অতর্কিতভাবে ছাত্রলীগ কর্মী ও মহিলারা সহ, মোঃ কবির চৌকিদারের নেতৃত্বে, মোঃ ছগির, শাহিন, তাদের উভয়ের পিতা মুজিবর চোকিদার, সবুজের (রাসেল), পিতা: মোঃ রফিকুল, মতলব, সোহেল, শিউলি, নাসরিন, রাশিদা, কুলসুম সহ, এরা সবাই মিলে অতর্কিতভাবে হামলা চালায়,বিগত বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন, আমাদের জমি জোর দখল করে ভোগ করতো তারা,এখন আমাদের জমি আমরা দখলে নিলে, তারা হয়রানি করার জন্য পিরোজপুর সিআইপারা সার্কেল অফিসে অভিযোগ দেন, সেখানে তারা কোন কাগজ পাতি দেখাতে পারেনি, পরে আবার অফিসার তাদেরকে কাগজ পত্র নিয়ে ৮ তারিখে হাজির হইতে বলেন, তারা তখনও কোন কাগজ পত্র দেখাতে পারেনি,তখন এসপি স্যার বলেন,এ বিষয়টা যেহেতু আদালতে মামলা চলমান তাহলে আদালত থেকেই সমাধান হবে এই বলে পাঠিয়ে দেন, তারা ওখানে বসে অনেক হুমকি দেয়,এবং পারের হাট বাস স্ট্যান্ড তিন রাস্তার মোড় আসার পরে তারা দা লাঠি দিয়ে অতর্কিতভাবে প্রাণঘাতী হামলা করেন, লোকজন থাকার কারণে আমরা প্রানে বেঁচে যাই , এখন আমরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি।

এ বিষয়ে অভিযুক্ত কবির চৌকিদারের সাথে বারবার ফোনে যোগাযোগ পারলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মারুফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, পাড়েরহাটে স্ট্যান্ডের মারামারির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।