নুরুল আবছার নূরী,ফটিকছড়ি
ফটিকছড়ি উপজেলা পাইন্দং ইউনিয়নে চামার দীঘির পার থেকে কাঞ্চননগর হাট পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার রাস্তা শুষ্ক মৌসুমে ধূলা-রহমতিয়া রাস্তা বালি আর কাঁদা মাটি রাস্তার উপর পড়ে নষ্ট করে পেলেছে।অল্প বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হয়ে উঠে। পায়ে হেঁটে যেতে কাঁদা পানির বিড়ম্বনা আর গাড়িতে উঠলে বুক কাপেঁ।বেহাল দশার জন্য গুটি কয়েক বালু-মাটি ব্যবসায়ীরা দায়ী। এই অসহায় রাস্তাটি। সামান্য বৃষ্টি হলে রাস্তাটি পিচ্ছিল হয়ে উঠে। এই জনপদের হাজারো মানুষ চলাচল করে জীবনের ঝুকিঁ নিয়ে। দূরত্বের প্রয়োজনে ব্যবস্হা নেওয়ার দাবী স্হানীয় বাসিন্দাদের।