ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী কবরস্থানের মোড়ে আজ সকাল ৯টা ১৫ মিনিটের দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মুকরিমা বিনতে মোহন (৯)। নিহত শিশু ঢাকার কামরাঙ্গীরচরের যাওলা গ্রামের মোহন ব্যাপারীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি ইটবোঝাই ট্রলি শিশুটিকে ধাক্কা দেয়। এতে মুকরিমা মাথায় গুরুতর আঘাত পায়। আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, জরুরি বিভাগের চিকিৎসক সকাল ১০টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে খালিশপুর থানায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।