ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া আদমদীঘিতে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে পুকুরের পানিতে পড়ে রওজা মুনি নামের দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলা সদরের গোড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু রওজা মুনি আদমদীঘি উপজেলা সদরের গোড়গ্রামের মোস্তাকিম আলীর কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রওজা মুনি খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সন্দেহ হলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তার কোন সন্ধান না পাওয়ায় প্রায় এক ঘণ্টা পর একই গ্রামের মৎস্য ব্যবসায়ী উজ্জল হোসেনের পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে শিশু কন্যাকে উদ্ধার করেন। এ খবর পাওয়া পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে এ পর্যন্ত আমাদরে কেউ এ ব্যাপারে অবহিত করে নাই।