নুরুল আবছার নূরী
চট্টগ্রাম ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ভুজপুর ইউনিয়নের হালদার উপর নির্মিত ভুজপুর রাবার ড্যাম অবশেষে খুলে দিল কর্তৃপক্ষ।
গত ৬ এপ্রিল রবিবার দৈনিক প্রভাত টাইমসে অনলাইন পত্রিকা মরণ ফাঁদের আরেক নাম ভুজপুর রাবার ড্যাম শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। এতে রাবার ড্যামে ফুলিয়ে কৃষকদের কৃষি কাজে নাম ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের সুবিধার কথা উল্লেখ করা হয়েছিল। মাছ প্রজননের ক্ষতির কথা প্রকাশিত হলে এর ৫দিন পর কর্তৃপক্ষ বাধ্য হয়ে গতকাল ১১ এপ্রিল শুক্রবার সকাল বেলায় খুলে দেন। ১২ এপ্রিল শনিবার সকাল সরজমিনে গিয়ে সততা নিশ্চিত হওয়া যায়। স্হানীয় বাসিন্দা কয়েকজনের সাথে কথা বলে জানা যায় প্রতি বছর নভেম্বর মাসে রাবার ড্যামের পানি ফুলিয়ে কৃষকদের কৃষি কাজের সহায়তা করে এবং ৩১ মার্চ তা খুলে দেয়ার কথা থাকলেও তা মানা হয়নি। ফেলে রাবার ড্যামের নিচু অংশ মরা খালের মত দেখা যায়। ফারাক্কা বাধেঁর সাথে তুলনা করে সংবাদ প্রকাশিত হলে কর্তৃপক্ষের নজরে আসে এর পর তারা ১১এপ্রিল খুলে দেন। গত বছর ১ মে মাস পুরোটায় বন্ধ ছিল। শুধ মাত্র একটি প্রতিষ্ঠান লাভবান হয়। কিন্তু মৎস্য প্রজননের প্রচুর পরিমাণ ক্ষতি হয়।