নুরুল আবছার নূরী
ফটিকছড়ি (চট্টগ্রাম)
ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ রিয়াজ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ১৩এপ্রিল রবিবার ভোর ৪ টার দিকে উপজেলার জাফত নগর ইউপির ৬নং ওয়ার্ডের তকিরহাটের পাশের পন্ডির বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রিয়াজ (২৫) ওই এলাকার মোহাম্মদ তকিরহাটের কাচা বাজারের ব্যবসায়ী মোঃ তহুরুল আহমদের ২য় পুত্র। নিহত যুবক মোহাম্মদ তকিরহাটে একটি কাপড়ের দোকানে চাকুরী করতো। পুকুর থেকে উদ্ধারকারী একজন জানান সে প্রতিদিনের নিয়ম অনুযায়ী ভোর ৪ টার দিকে ফজরের নামাজের জন্য ওজু করতে গেলে পানিতে ডুবে মারা যায়, কারণ রিয়াজের মৃগীরোগ ছিল। পুকুর থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে রিয়াজকে মৃত্যু ঘোষণা করে।