ঢাকারবিবার , ১৩ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তৎকালীন আওয়ামী সরকারের দাপটে কাপাসিয়া উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন ও আনোয়ারুল করিম এর যত অনিয়ম

ম.এ হায়দার মাহমুদ,গাজীপুর প্রতিনিধ
এপ্রিল ১৩, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ম.এ হায়দার মাহমুদ গাজীপুর প্রতিনিধ।

অপকর্ম দূর্নীতি ও ঘুষবাণিজ্যে চালানোর অভিযোগ উঠেছে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলার সমাজসেবা অফিসার রুহুল আমিনের বিরুদ্ধে, স্থানীয় ভুক্তভোগী ও সেবা গ্রহিতা মোকাব্বের উদ্দিন বলেন কাপাসিয়া দারুল উলুম এতিমখানা থেকে সে প্রতি কিস্তির টাকা ছাড়ার সময় হলে মাসোয়ারা নিয়ে থাকে ২০ থেকে ২৫ হাজার টাকা , বলাকোন এতিমখানা রায়েদ থেকেও বিপুল মাশয়ারা নিয়ে থাকেন। স্থানীয় সেবা গ্রহীতা ভুক্তভোগী যারা আছেন তারা চরমভাবে অতিষ্ঠ এই রুহুল আমিনের প্রতি, প্রতিনিয়ত ঘোষ বাণিজ্য দুর্নীতি, দুর ব্যবহার, উগ্র আচরণ, এগুলি তার প্রতিনিয়ত নিত্য দিনের কাজ হয়ে দাঁড়িয়েছে! এই রুহুল আমিনকে সামলানোর মতন কেউ নেই! অফিসিয়াল বিভিন্ন প্রোগ্রামে সরাসরি দলীয় বক্তব্য দিয়েছিলেন এই আওয়ামী ছাত্রলীগার এই নেতা! একই অফিসে দীর্ঘদিন যাবত একই অফিসে চাকরি করে আসছে! অথচ সরকারি বিধান অনুযায়ী নিজস্ব উপজেলায় চাকরি করার কোন বিধান নেই। বিগত আমলে আওয়ামী লীগের পাতানো নির্বাচনে ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দেয়া কালে সরাসরি আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন দুশ্চরিত্রা রুহুল আমিন! অপর পক্ষে গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের আওয়ামীপন্থী ডিডি আনোয়ারুল করিমের বিরুদ্ধে। পদ-পদবী ও ক্ষমতার অপব্যাবহার করে সুকৌশলে ফাইল আটকে দিয়ে সমাজসেবা অধিদপ্তর থেকে বিভিন্ন সংস্থার পরিচালনা পর্ষদের নির্বাচন, প্রাতিষ্ঠানিক দূর্নীতি ও অনিয়মকে পুঁজি করে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা রেলগেট,মুন্সিপাড়া এতিমখানা রেলগেট গাজীপুর সদর, গাজীপুর জেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা হারিনাল এর সভাপতি ইসমাইল হোসেনের কাছে জানতে চাইলে বলেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয় ডিডি এসএম আনোয়ারুল করিম একজন উগ্র বর্বর এবং অত্যাচারী শাসকে পরিণত হয়েছে! টাকা ছাড়া একটি ফাইলও ছাড়ে না! ৮ বছর একই জেলায় চাকরি করার কারণে কাউকে তোয়াক্কা করছে না, বিভিন্ন প্রোগ্রামে সরাসরি আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন নির্দেশনায় বাধ্যবাধকতা করেছেন! গাজীপুর জেলার তৎকালীন ডিসি মহোদয়কে নিয়ে বিরূপ মন্তব্য সহ বিভিন্ন অনিয়ে সরাসরি জড়িত। আমরা এসএম আনোয়ারুল করিম গাজীপুরের দ্রুত অপসারণ দাবি করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন সংস্থার ভুক্তভোগীগণ বলেন অবৈধ পন্থায় উপার্জিত অর্থে উপ-পরিচালক আনোয়ারুল করিম নামে-বেনামে অঢেল সম্পদের মালিকও বনে গেছেন। সহযোগী হিসেবে আছেন বিক্রয় সহকারীর জুবায়ের! শত শত অফিস সহকারী থাকা সত্ত্বেও বিক্রয় সহকারী জুবায়েরকে দিয়ে তার সকল অপকর্ম করাচ্ছেন। অথচ এ পদে অফিস সহকারী থাকার কথা! তাকে অপসারণে সমাজসেবা অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন একই অফিসের কয়েকজন কর্মকর্তা।

 

স্থানীয় সূত্র থেকে জানা যায়, জেলা সমাজসেবা কার্যালয়ের জমি ক্রয়ের বরাদ্দ থেকে ক্রয়মূল্য বেশি দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আনোয়ারুল করিম। এছাড়া প্রতিটি সেচ্ছাসেবী সংগঠন অনুমোদন দিতে ২০ হাজার টাকা ঘুষ দিতে হয় তাকে। না দিলে তিনি কোনো ফাইলে স্বাক্ষর করেন না।

জানা যায়, এতিমখানায় যখন সরকারী বরাদ্দ ছাড় দেয়া হয় তখন প্রত্যেক এতিমখানা থেকে ২৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিয়ে থাকেন তিনি। ঘুষ না দিলে প্রতিষ্ঠান অনুমোদন বাতিলের হুমকি দেন আনোয়ারুল করিম। এছাড়া শিশু পরিবারের বরাদ্দকৃত অর্থ থেকেও ঘুষ নিয়ে থাকেন এ দূর্নীতিবাজ কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক তারই অফিসের অনেক কর্মকর্তা জানায় , দীর্ঘ ৮ বছর একই অফিসে চাকরি করার সুবাদে বিভিন্ন অনিয়ম, দূর্ণীতিসহ সহকর্মী ও সুবিধাভোগীরদের সাথে উগ্র আচরণ করে থাকেন আনোয়ারুল করিম। অভিযোগের বিষয়ে তার সাথে কথা বলতে চাইলে তিনি সৎ উত্তর দিতে পারেননি। যেন গাজীপুর সমাজসেবা কার্যালয়ে এক রঙ্গলিল্লা চলছে! গাজীপুর সদর সমাজসেবা কার্যালয়ের অফিসার মোবারক এর বিরুদ্ধে একই অভিযোগ পতীয়মান।

ট্যাগস : অপকর্ম আওয়ামীপন্থী আনোয়ারুল ও রুহুল আমিন গাজীপুর গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়।