মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন জেলায় নাশকতার কোন ধরনের আশঙ্কা নেই উল্লেখ করে বলেন, বাংলা নববর্ষের অনুষ্ঠান মানুষ যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারে ও অনুষ্ঠান পালন শেষে যাতে নিরাপদে মানুষ নিজ নিজ ঘরে ফিরতে পারে আমাদের পক্ষ থেকে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সামনে নেতিবাচক কোন কিছু দেখলে সাথে সাথে তা আমাাদের জানাবেন, আমরা দ্রুত ব্যবস্থা নিবো। পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, বর্তমান সরকার শান্তিপূর্ণভাবে দেশ চালাচ্ছেন। আমরা যাতে এই অবস্থা ধরে রাখতে পারি তার চেষ্টা করতে হবে।
তিনি বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুর বড়মাঠ, হাবিপ্রবিসহ যেসব স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমরা সেসব স্থানে নিরাপত্তার ব্যবস্থাগ্রহণ করেছি। নববর্ষের অনুষ্ঠান উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ১২৭ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সাদা পোষাকে গোয়েন্দা বিভাগের সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান।
এ ব্যাপারে তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।