মোঃ নাঈম মল্লিক,ঝালকাঠি প্রতিনিধিঃ
বাঙালীর ঐতিহ্য,বাংলার আবহমান সংস্কৃতির বিশেষ দিন ১লা বৈশাখ বাংলা নববর্ষ।নতুন বছরকে বরনে ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষ বরন উৎসব আয়োজন করা হয়।
এ উপলক্ষে ১৪ এপ্রিল,বাংলা ১৪৩২ সনের ১ লা বৈশাখ সকাল ৯:৩০ টায় উপজেলা পরিষদ চত্তরে আনন্দ শোভাযাত্রা ও শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা,উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল,সাধারণ সম্পাদক সেলিম গাজী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিরা।
শোভাযাত্রায় অংশ নেয়া শিক্ষার্থীরা বাংলা সসংস্কৃতি ও ঐতিহ্যবাহী পালকি,কুলা,ঘুড়ি,গামছা নিয়ে অংশগ্রহণ করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সুবিদপুর ইউনিয়নের শিল্পী সংঘের শিল্পীরা দেশীয় সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।
সকাল থেকে শুরু হওয়া বর্ষবরণ এ অনুষ্ঠান বেলা বারোটা পর্যন্ত বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়।