ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আদমদীঘিতে নববর্ষের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ‘এসো হে বৈশাখ’ এর মাধ্যমে বাংলা নববর্ষের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে বাসস্ট্যান্ড হয়ে পরিষদ চত্বরে এসে শেষ হয়।এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আতোয়ার হোসেন, ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।