ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বর্ষবরণের নানা আয়োজনে মুখর রাজবাড়ী

মোঃ আমিরুল হক, রাজবাড়ী
এপ্রিল ১৪, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, রাজবাড়ী ঃ

সময়ের চক্রে শুরু হয় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। যা কেবল দিন- মাস-বছরের হিসাবে নয় বরং বাঙালির জীবন দেখি কি করা যায়চক্রের সঙ্গে গভীরভাবে জড়িত। পালা বদলের ধারায় বাংলার নানা প্রান্তে বাংলা নববর্ষ পালিত হয় নানা অনুসঙ্গ ও আবহে। সেসঙ্গে আকাশে বাতাসে ধ্বনিত হয় রবীন্দ্রসুরে ” এসো হে বৈশাখ এসো এসো “৷

সোমবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ীতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয় নানা আয়োজন বর্ষবরণের অনুষ্ঠান। জেলা প্রশাসন একটি আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন। বালিয়াকান্দি উপজেলা প্রশাসন আয়োজন করে বর্ষবরণের নানা ধারা। বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এটি বালিয়াকান্দি জেলা পরিষদ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ও দক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় সকল সরকারি দপ্তরের প্রধানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

অন্যদিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উচ্চ বিদ্যালয় এর পাশে ফরিদপুর চিনি কলের আখ ক্রয় কেন্দ্রের মাঠে উন্মোচন সাংস্কৃতিক সংসদের আয়োজনে সুরের ধারায় অনুষ্ঠিত বৈশাখী গানের সুরে বর্ষবরণ অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
ভৈরবী রাগালাপ দিয়ে শুরু হয় নববর্ষের প্রথম দিন। ‘আমার মুক্তি আলোয় আলোয়’ বার্তা নিয়ে মুখরিত বহরপুরের আখ ক্রয় কেন্দ্র প্রান্তর। প্রতি বছরের মতো এবারও প্রায় অর্ধশত শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উন্মোচন সাংস্কৃতিক সংসদের পরিবেশনা। প্রায় ৫০টি গান ও কবিতায় নতুন আলো, প্রকৃতি ও মানুষের প্রতি ভালবাসা এবং সবার মঙ্গল কামনার আহ্বান ছিল এ অনুষ্ঠানে।

অন্যদিকে নতুন সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে সরগরম হয়ে ওঠে রবীন্দ্র বালিয়াকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণ। নববর্ষকে বরণ করতে বালিয়াকান্দিতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। অনুষ্ঠানে নির্মল সাংস্কৃতিক একাডেমির শিল্পীদের পাশাপাশি গান ও নৃত্য পরিবেশন করছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। তাদের পরিবেশনায় রয়েছে বাংলা সংস্কৃতির বৈচিত্র্য ও বহুমাত্রিকতা।

উন্মোচন সাংস্কৃতিক সংসদের সভাপতি মোঃ রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি গোলাম শওকত সিরাজ, বিশেষ অতিথি বহরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার ভৌমিক, বহরপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ মঞ্জুরুল ইসলাম বিশ্বাস প্রমুখ। পরে বহরপুর সাংস্কৃতিক সংসদের স্বত্বাধিকারী কমলেশের নির্দেশনায় শিল্পীরা এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করে।

অনুষ্ঠানে জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্বনামধন্য সংগীত শিল্পীগণ বৈশাখী গানসহ নানা ধরনের গান পরিবেশনের মধ্যদিয়ে দর্শনার্থীদের মন জয় করে অনুষ্ঠানটি প্রানবন্ত করে করে তোলেন।

উন্মোচন সাংস্কৃতিক সংসদের সভাপতি মোঃ রেজাউল করিম বলেন, এখন এলাকায় তেমন কোন বিনোদনমুলক অনুষ্ঠান নেই বললেই চলে। এলাকাম মানুষদের মনে আনন্দের ব্যবস্থা করতেই বমরা বাঙালির অতি উৎসাহের দিন পহেলা বৈশাখের দিনে এলাকাবাসীর সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করি। এখানে আমরা সাধারণ মানুষের উৎসাহ দিতে পেরেছি। এটাতেই আমরা ধন্য।