মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় দিনাজপুর একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সকাল ৯ টার সময় প্রভাতী অনুষ্ঠানের পরেই পহেলা বৈশাখ উদযাপনের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম নেতৃত্বে ঘোড়ার গাড়ি ও ব্র্যান্ড পার্টির বাজনা বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।
দিনাজপুর গোড় এ শহীদ বড় ময়দানে বৈশাখী মেলার মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।
শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করে।