নুরুল আবছার নূরী
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের ফটিকছড়ি উপজেলা কমিটি গঠন কল্পে এক সভা ১০এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মাওলানা বাকের আনছারীর সভাপতিত্বে দক্ষিণ রাঙ্গামাটিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ফটিকছড়ি উপজেলার সরকারী অনুদানভুক্ত ছয়টি ইবতেদায়ী মাদ্রাসা ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনূচের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা মোঃ আবুল কাশেম নুরী, মাওলানা আনিসুর রহমান চৌধুরী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আবুল মনসুর, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মোহাম্মদ আলী ফারুকী, হাফেজ মাওলানা লোকমান, মাওলানা মোঃ আসলাম উদ্দিন ও মাওলানা মোঃ বেলাল উদ্দিন প্রমুখ।
সভায় আগামী দুই বছরের জন্য বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট ফটিকছড়ি উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন যথাক্রমে সভাপতি মাওলানা বাকের আনছারী,সিনিয়র সহ সভাপতি মাওলানা আবুল কাশেম নুরী,সহ সভাপতি মোহাম্মদ ইউনুচ ও মাওলানা মোহাম্মদ আলী ফারুকী, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাসুদ রানা, সহ সেক্রেটারি মোহাম্মদ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা মোঃ হারুনুর রশিদ,দপ্তর সম্পাদক মাস্টার মোঃ নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক মাস্টার মোঃ মিজানুর রহমান, প্রকাশনা ও গ্রন্থনা সম্পাদক মাওলানা মোঃ নুরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ লোকমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ইসমাইল, মহিলা বিষয়ক সম্পাদক হামিদা পারভীন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আসলাম উদ্দিন, সদস্যরা হলেন মাওলানা মোঃ আমান উল্লাহ, মাওলানা মোঃ আবুল মনসুর, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মোঃ ইসরাফিল ও মির্জা মোঃ মুজিবুল হক।