ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা

ওসমান গনি,বান্দরবান প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

ওসমান গনি,বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা শাখার আয়োজনে শহরের রাজার মাঠ থেকে একটি বণার্ঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে গিয়ে সমবেত হয়। শোভাযাত্রায় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে আয়োজন করা হয় পান্তা-ইলিশের।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা শাখার আহবায়ক সাচিং প্রু জেরী, সিনিয়র যুগ্ন আহবায়ক মো.ওসমান গণি, যুগ্ন আহবায়ক মুজিবুর রশীদ, সদস্য সচিব মো.জাবেদ রেজা, বিএনপি নেতা জসিম উদ্দিন তুষার, লিটল কান্তি বিশ্বাসসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।