ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চাঁন মাঝি গ্রেফতার

মো:আল-আমিন হোসাইন, পিরোজপুর প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

মো:আল-আমিন হোসাইন, পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ চানমিয়া মাঝিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, পিরোজপুর সদর থানায় গত ৭ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়, যেখানে চাঁন মিয়া মাঝিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর আওয়ামী লীগের সরকারের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে আওয়ামী কৃষক লীগের পিরোজপুর জেলা সভাপতি চাঁন মিয়া মাঝির নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী বিএনপি প্রার্থী শামীম বিন সাঈদী’র পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য জহিরুল ইসলাম কলিমকে হুমকি ও হামলা চালায়।

পরবর্তীতে, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর বিকেলে, চাঁন মিয়া মাঝির নেতৃত্বে ৫০/৬০ জন সন্ত্রাসী জহিরুল ইসলাম কলিমের বাড়িতে হামলা চালায় গুলি ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বাড়ির মালামাল লুটপাট করে। তারা কলিমের বৃদ্ধ মায়ের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এই ঘটনায় জহিরুল ইসলাম কলিম পরিবারসহ ঢাকায় চলে যান।

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানায়, ২০১৮ সালের ঘটনায় মামলার পর চাঁন মিয়া মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

আল-আমিন হোসাইন
পিরোজপুর প্রতিনিধি।
০১৭১১৪৫৬৯১৭।