ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, ভাইরাল অডিওতে তোলপাড়

Link Copied!

 

নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়িতে

বালুবাহী ট্রাক থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা একরাম চৌধুরীর বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে তাকে গাড়িপ্রতি ৫০০ টাকা করে চাঁদা দাবি করতে শোনা যায়, যা ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

অডিওটিতে শোনা যায়, একরাম চৌধুরী এক বালু ব্যবসায়ীর সঙ্গে ফোনালাপে ট্রাকপ্রতি ৫০০ টাকা করে চাঁদা দাবি করছেন। কথোপকথনে ব্যবসায়ীর পক্ষ থেকে ২০০ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করে বলেন, “তাহলে আপনারা আপনাদের মতো থাকেন, আমরা আমাদের মতো থাকি।”

তিনি আরও বলেন, “ছোট গাড়ি, বড় গাড়ি সব এক হিসাবেই চলবে। কারণ আমি একা না, আমাদের টিম আছে।” কথোপকথনের এক পর্যায়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনার গাড়ি কোথায় কোথায় আটকাবে আপনি জানেন? গতরাতে যে সব গাড়ি গেছে, চাইলে সব আটকাতে পারতাম।”

অডিও ক্লিপটির সত্যতা নিরূপণ না হলেও তা ভাইরাল হওয়ার পর কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রদলের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। একরাম চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

১২ এপ্রিল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, “চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের অধীন ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৫ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হলো।”

এ বিষয়ে একরাম চৌধুরী বলেন, “অডিওটি সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করা হয়েছে। একটি মহল আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থান নষ্ট করতে অপপ্রচারে লিপ্ত। আমি ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।”

তিনি দলের নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, “আমাকে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আমি লিখিত জবাব প্রস্তুত করছি।”

ছাত্রদলের জেলা সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েল বলেন, “অডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। অভিযোগের ভিত্তিতে একরাম চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। পাঁচ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। তার জবাব পর্যালোচনা করেই পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।”

জানা গেছে, একরাম চৌধুরী ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহারের অনুসারী ।