নুরুল আবছার নূরী
ফটিকছড়ি উপজেলা কালবৈশাখী ঝড়ে উড়ে গেল মাদ্রাসার চাল।
১৫ এপ্রিল ভোর ৫টার সময় কালবৈশাখীর তান্ডবে ফটিকছড়ি পৌরসভার ২নং ওয়ার্ড আমতলী পর্ব পাশে দক্ষিণ রাঙ্গামাটিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার চাল উরে নিয়ে গেল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮লাখ টাকা।
জানা যায় স্বতন্র ইবতেদায়ী মাদ্রাসা স্হানীয়দের আর্থিক সহযোগিতায় কিছু অংশ মাটির, কিছু অংশ সেমি পাকা। মাদ্রাসাটি পুরানো হওয়ায় চাল নরবর হয়ে গিয়েছিল।