ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনে ইবিতে বাংলা নববর্ষ উদযাপন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা সহ সকলের অংশগ্রহণের মাধ্যমে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উদযাপিত হয়েছে।

এসময় র‍্যালিতে বাঙালি জাতির ঐতিহ্য এবং জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত বিভিন্ন প্রদর্শনী শোভা পায়।

এ সময় অধ্যাপক ড. মো. মনজুর রহমানের সভাপতিত্বে নববর্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

এ সময় অধ্যাপক ড. মো. মনজুর রহমান বলেন, “আগামীতে পহেলা বৈশাখ পালনে আর দেরি হবে না, ইসলামী মূল্যবোধের প্রতি লক্ষ্য রেখে, বাঙালি সংস্কৃতির প্রতি লক্ষ্য রেখে আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি। এবিষয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারন নেই।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইবিতে যখন আমি শিক্ষক ছিলাম তখনও এতো বড় অনুষ্ঠান হতে দেখিনি। আজকে বাংলা বিভাগ সহ অন্যান্য বিভাগের সহযোগিতায় য়ে শোভাযাত্রা হয়েছে তার জন্য আমি অভিভূত হয়েছি। এটা একটি সার্বজনীন অনুষ্ঠানে পরিণত হয়েছে। আজকে মুক্ত মনে যে অনুষ্ঠান হলো এটা জুলাই পরবর্তী বাংলাদেশের সফলতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ যেসকল শহিদদের বিনিময়ে আজকের অনুষ্ঠান পালন করছি তাদেরকে উৎসর্গ করলাম।”

উল্লেখ্য: বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে নববর্ষ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের পরবর্তী অংশ হিসেবে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।