ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীর ডিমলায় যুবদল সভাপতি সাদ্দামসহ দুই নেতা বহিষ্কার

মোহাম্মদ আলী সানু,বিশেষ প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ আলী সানু,বিশেষ প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ,টর্চার সেল স্থাপন, চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী কার্যকলাপ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুর রহমান সাদ্দাম, সহ-সভাপতি আব্দুল হামিদ।

বুধবার (১৬ এপ্রিল) সকালে চাপানীহাট বিএনপি অফিসে আয়োজিত এক জরুরি সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপণধানে, এবং বিএনপি সহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতদের বিরুদ্ধে সম্প্রতি একটি চাঁদাবাজির অভিযোগও ওঠে। স্থানীয় চাউল ও বিকাশ ব্যবসায়ী সাদিকুল ইসলাম ডিমলা থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ডিমলা থানার তদন্ত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

দলীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ফলে সংগঠনের স্বার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতেই তাদের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান থানা সূত্র। উল্লেখ তাদের কর্মকান্ডে সাধারণ ও ব্যবসায়ীগন অতিষ্ট।দ্রুত ব্যবস্থা গ্রহন করার দাবি ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের।

এম এস জে আর