ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি নানুপুরে কলোনীতে গৃহ বধুর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

নুরুল আবছার নূরী চট্টগ্রাম ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ির উপজেলা নানুপুর ইউনিয়নের পশ্চিম নানুপুর কোরবান আলী শাহ সড়ক সংলগ্ন কলোনীতে নাসিমা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানাপুলিশ। (১৬এপ্রিল) মঙ্গলবার রাত ৯টার দিকে স্হানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয় । নানুপুরের ফরিদ নামের একব্যক্তি জানান নিহত নাসিমার বাড়ি ময়মন সিংহ জেলায়, সেখানেই সুমন (২০) নামের যুবকের সাথে ৬ মাস আগে নাসিমার বিয়ে হয়। তাদের সংসারে কোনো সন্তানাদি নাই।স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক, এবং এটা কি হত্যা নাকি আত্মহত্যা সেটি বের করা হোক। নাসিমার স্বামী পেশায় একজন রিকশা চালক, তিনি বলেন তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। তিনি আরো বলেন এর আগেও নিজ গ্রামের বাড়িতে একবার আত্মহত্যা করতে চেয়েছিল তার স্ত্রী, কিন্তু সবাই দ্রুত চলে আসাতে সেসময় আত্মহত্যা থেকে রক্ষা পান, সুমন বলেন প্রতিদিনের মতো আমি রিকশা নিয়ে সকাল ৯.৩০ মিনিটের দিকে বের হলে বিকেল ৪ টার দিকে বাসায় ফিরে আসি পরে আমার বাবা মাছ নিয়ে বাসায় গেলে স্ত্রীকে রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সবশেষ বিকেল নাগাদ নিহত নাসিমা আক্তারের ময়না তদন্ত আইনি প্রক্রিয়া শেষে তার নিজ বাড়ি ময়মনসিংহে দাফনকাজ সম্পন্ন করার জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল । এ রিপোর্ট লিখা পর্যন্ত এই ঘটনার ব্যাপারে নাসিমার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।