ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বসোয়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার অভিযোগ, অভিযুক্তদের দাবি জমি সংক্রান্ত ভুল বোঝাবুঝি

মোঃ নুর আলম পাপ্পুঃ খোকসা, কুষ্টিয়া
এপ্রিল ১৬, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ নুর আলম পাপ্পুঃ খোকসা, কুষ্টিয়া:

কুষ্টিয়ার খোকসা উপজেলার বসোয়া গ্রামে চাঁদা দাবিকে কেন্দ্র করে মোঃ শফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শফিকুল ইসলাম দাবি করেন, তার মামানী মোছাঃ আনোয়ারা খাতুন (৫০), যিনি একজন ইতালি প্রবাসীর মা, তার নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি নিরুপায় হয়ে ৬ লক্ষ টাকা পরিশোধ করেন। বাকি ৪ লক্ষ টাকা দাবি করা হলে বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় আজ দুপুর ৩টা ৩০ মিনিটে বসোয়া বাজার এলাকায় তাকে মারধর করা হয়।

তার অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন—মোঃ শুকুর প্রামাণিক (৬৫), মোঃ লিটন প্রামাণিক (৩৬), মোঃ ওসমান প্রামাণিক (৪৬), মোঃ লতাই প্রামাণিক (৪০), মোঃ আকাম প্রামাণিক (৫০), মোঃ মিলন প্রামাণিক (৩০), মোঃ হালিম প্রামাণিকসহ আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি।

হামলার পর শফিকুল ইসলামকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, বিকেল ৪টা ৩০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়, তবে তার আঘাত গুরুতর নয়।

এদিকে, অভিযুক্ত মোঃ মিলন প্রামাণিক সাংবাদিকদের জানান, “আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানি না, এবং এতে জড়িত নই।” অপর একজন অভিযুক্ত, মোঃ ওসমান প্রামাণিক বলেন, “অভিযোগকারী শফিকুল আমার চাচাতো ভাই। যে নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে ঘটনাটি ঘটেছে, সেই জমি নিয়ে আমাদের মধ্যে আগে থেকেই পারিবারিক বিরোধ ছিল। ঘটনাটি চাঁদা সংক্রান্ত নয়, বরং ভুল বোঝাবুঝির ফল।”

এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”