ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়ীতে বিটিসিএল এর চোরাই ব্যাটারিসহ কাউন্সিলর গ্রেফতার

জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেড (বিটিসিএল) এর ২৪টি ব্যাটারি চুরির মামলায় চোরাইকৃত ১২টি ব্যাটারিসহ সাবেক কাউন্সিলর ও ছাত্রদলের এক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- নালিতাবাড়ী শহর ছাত্রদলের সদস্য আমির হামজা (৩০) ও নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর ইয়াদ আলী (৪২)। শুক্রবার বিকেলে ও রাতে পৃথক অভিযানে গ্রেফতারের পর শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তাদের আদালাতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের সপ্তাহখানেক পর বিটিসিএল নালিতাবাড়ী কার্যালয় থেকে শহর ছাত্রদলের সদস্য আমির হামজা (৩০) মূল্যবান ২৪টি ব্যাটরি চুরি করে পালিয়ে যায়। পরবর্তীতে সন্দেহজনকভাবে বিটিসিএল কর্মচারীরা তাকে বুধবার (১৬ এপ্রিল) ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এসময় সে চুরির কথা স্বীকার করায় তাকে বিটিসিএল কার্যালয়ের একটি কক্ষে আটকে রাখা হলে ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়।

পরে এঘটনায় গত বৃহস্পতিবার বিটিসিএল কর্তৃপক্ষ নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে শুক্রবার বিকেলে নালিতাবাড়ী শহর থেকে ছাত্রদল সদস্য আমির হামজা ও পরে রাতে ব্যাটারি ক্রেতা ভাঙারী ব্যবসায়ী এবং বতর্মান সরকার কর্তৃক অপসারিত নকলা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ইয়াদ আলীকে (৪২) নকলা থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় ১২টি ব্যাটারি উদ্ধার করা হলেও অন্যগুলো অন্য এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, বাকী ব্যাটারি গুলো উদ্ধার ও অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।