ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাঘাইছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

মো: হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

মো: হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুবাই প্রবাসী মো. ওমর ফারুকের উদ্যোগে এবং বাঘাইছড়ি ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহায়তায় এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে মুসলিম ব্লক জাগরণী ক্লাবের কক্ষে এই ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পের মাধ্যমে স্থানীয় অসহায় ও প্রান্তিক জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়। বিভিন্ন বয়সী শতাধিক রোগী এদিন চিকিৎসা গ্রহণ করেন।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক ডা. মোস্তাসিরুল আলম পারভেজ (এমবিবিএস, এমসিজিপি, সিএমইউ, পিজিটি – মেডিসিন, সিসিডি – বারডেম)। তিনি মেডিসিন, বাতব্যথা, শিশু রোগ, চর্মরোগ, এলার্জি, হাড় ভাঙা, জয়েন্ট ব্যথাসহ নানাবিধ সমস্যায় ভোগা রোগীদের চিকিৎসাসেবা দেন।
আয়োজক মো. ওমর ফারুক বলেন, “আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছেন, যারা সামান্য চিকিৎসাসেবার অভাবে কষ্ট ভোগ করেন। এই ক্যাম্পের উদ্দেশ্য হলো বিশেষজ্ঞ চিকিৎসাসেবা সহজে ও দ্রুত সময়ের মধ্যে তাদের কাছে পৌঁছে দেওয়া।”
তিনি আরও বলেন, “আমি দেশের বাইরে থেকেও সবসময় আমার এলাকার মানুষের কথা ভাবি। সমাজের প্রতি আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজের উন্নয়নে কাজ করা উচিত।”
ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন। অনেকে বলেন, এ ধরনের উদ্যোগ তাদের অনেক উপকারে এসেছে এবং ভবিষ্যতেও যেন এ ধরনের আয়োজন নিয়মিত হয়, সেই দাবিও জানান তারা।
উল্লেখ্য, আয়োজক ওমর ফারুক এর আগে এলাকাবাসীর জন্য নানা সামাজিক কর্মকাণ্ডেও ভূমিকা রেখেছেন। এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে।