ঢাকারবিবার , ১১ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে জোড়পুর্বক জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
মে ১১, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকায় জোড়পুর্বক জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, হয়রানীর শিকার ফরিদ মোল্লা, হাজেরা, আব্দুল জব্বার, মনোয়ারা প্রমুখ।

 

বক্তারা বলেন, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের জমির মালিক ও পরিবারবর্গকে প্রকাশ্যে হত্যা করার হুমকি প্রদর্শন করছে কাজী আরাফাত হাসান জিসান। জমি নিয়ে বিরোধে নানা ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তার কাছে জমি বিক্রি না করায় একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। নিজের পুকুরের মাছ মেরে মিথ্যা মামলা দিয়েছে। এখন বলছে ট্রাক ও ইটভাটা পুড়িয়ে দিয়ে মামলা দিবে। তাকে আইনের আওতায় আনার দাবি জানাই। আমাদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।