আল-আমিন হোসাইন,পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইস্রাফিল হাওলাদার ও সেখমাটিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি এজাবুল হাওলাদারের বহিষ্কার পত্র প্রত্যাহারের দাবীতে গণ মানববন্ধন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ টায় সেখমাটিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে বহিষ্কার পত্র প্রত্যাহারের দাবীতে উপজেলার রামনাঘোর ব্রীজের কাছে
এ গণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, যে ঘরটি দখল করা হয়েছে ওই ঘরটি ২০১৮ সালের আগে বিএনপি’র অফিস ছিল, কিন্তু ২০১৮ সালের নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর স্থানীয় আওয়ামী লীগ নেতা ওবায়দুল শেখের নেতৃত্ব ওই ঘরটি দখল করা হয়। পরবর্তীতে ৫ই আগষ্ট ফ্যাসীবাদী আ’লীগের পতনের পরে পুনরায় উদ্ধার করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ওই খানে জামায়াত কর্মীর কোন দোকান ছিল না। এ ব্যাপারে ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুর রহমান বলেন,
সাইদুল শেখ জামায়াতের কর্মী নন, তার পরিবারসহ সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নাই।
উল্লেখ্য গত সোমবার (০৫ মে) দৈনিক আমার দেশ অনলাইন, বার্তা বাজার অনলাই ও স্থানীয় পত্রিকায় “খালেদা জিয়ার ছবি টানিয়ে জামায়াত কর্মীর দোকান দখল” এই শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়।
আল-আমিন হোসাইন
পিরোজপুর প্রতিনিধি।
০১৭১১৪৫৬৯১৭