ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে গাছ থেকে আম পাড়তে গিয়ে পড়ে কৃষকের মৃত্যু

Link Copied!

মোঃ আমিরুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি: 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিজের আম গাছ থেকে আম পাড়তে গিয়ে নিচে পড়ে মান্নাফ শেখ  নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী খাসকান্দি গ্রামের ফটিক মন্ডলের ছেলে।

বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী খাসকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে মুন্নাফ শেখ নিজের গাছের আম পাড়তে গাছে উঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাঁকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, এ ঘটনার বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। তবে মৃত্যুর বিষয়টি শুনেছি।