ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে নার্সিং শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ

মাসুদুর রহমান , দিনাজপুর প্রতিনিধি
মে ১৫, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান , দিনাজপুর প্রতিনিধি:

নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে ও ঢাকার শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে
দিনাজপুরে নার্সিং শিক্ষার্থীরা রাস্তার অবরোধ বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড়ে নার্সিং শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।অবরোধের ফলে দু’পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে জেনারেল হাসপাতালের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর নার্সিং কলেজসহ দিনাজপুরে অধ্যানরত বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে জেনারেল হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে। শিক্ষার্থীরা রাস্তায় বসে বসে “আশ্বাস না প্রজ্ঞাপন” “দাবি মোদের একটাই-ডিপ্লোমাকে ডিগ্রি কর” “সিনিয়র স্টাফ চুপ কেন- জবাব চাই জবাব চাই” “দালালি না রাজপথ-রাজপথ রাজপথ” এই ধরনের বিভিন্ন শ্লোগান দেয়।

এদিকে রাস্তা অবরোধের ফলে দু’পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়। দুর্ভোগের পড়েন পথচারী ও যানবাহনের যাত্রীরা।

এর আগে বুধবার রাতেও আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তা অবরোধ করে রাত ৯টা হতে রাত ১১টা পর্যন্ত দুই ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে।

আন্দোলনরত নার্সিং শিক্ষার্থী ইসমাইল হোসেন, মনিরুজ্জামান মারুফ, মাহবুবা, সানজিদা, তানজু আরা, শান্ত বাবু, বিপি দত্তসহ কয়েকজন শিক্ষার্থী জানান, আন্দোলনের মূখে কর্তৃপক্ষ আমাদের একদফা দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে। কিন্তু আমরা শুধু আশ্বাস না লিখিত প্রজ্ঞাপন চাই। লিখিত প্রজ্ঞাপন দিলে আমরা আন্দোলন ছেড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবো।

মাসুদুর রহমান , দিনাজপুর প্রতিনিধি মোবাইল:- ০১৭১১২৪১৯৭৪