জেলা প্রতিনিধি, ( পিরোজপুর )
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ মে) ৯০ নং ভীমকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৬ নং দক্ষিন চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৩ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
ভীমকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুলু মিত্রর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফজলে রাব্বি।
স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, কোডেক একটি জনকল্যাণমূলক সংস্থা। এ সংস্থা সব সময় জনসাধারণের কল্যাণে কাজ করে।
এ সময় উপস্থিত ছিলেন, প প কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার রায়, কোডেকের সিনিয়ার এলাকা ব্যবস্থাপক মোঃ কাজী ইকবাল, এলাকা ব্যবস্থাপক উত্তম কুমার হালদার, শাখা ব্যবস্থাপক মোঃ ইমরান হোসেন প্রমুখ।
এ সময় ভীমকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জন এবং দক্ষিন চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে এ ব্যাগ বিতরণ করা হয়।
আল-আমিন হোসাইন
পিরোজপুর প্রতিনিধি।
০১৭১১৪৫৬৯১৭