ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

আল-আমিন হোসাইন
মে ১৭, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 

জেলা প্রতিনিধি, ( পিরোজপুর )
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ মে) ৯০ নং ভীমকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৬ নং দক্ষিন চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৩ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

ভীমকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুলু মিত্রর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফজলে রাব্বি।

স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, কোডেক একটি জনকল্যাণমূলক সংস্থা। এ সংস্থা সব সময় জনসাধারণের কল্যাণে কাজ করে।

এ সময় উপস্থিত ছিলেন, প প কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার রায়, কোডেকের সিনিয়ার এলাকা ব্যবস্থাপক মোঃ কাজী ইকবাল, এলাকা ব্যবস্থাপক উত্তম কুমার হালদার, শাখা ব্যবস্থাপক মোঃ ইমরান হোসেন প্রমুখ।

এ সময় ভীমকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জন এবং দক্ষিন চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে এ ব্যাগ বিতরণ করা হয়।

আল-আমিন হোসাইন
পিরোজপুর প্রতিনিধি।
০১৭১১৪৫৬৯১৭