ইমরান প্রধান ঘোড়াঘাট,(দিনাজপুর) প্রতিনিধিঃ
দীর্ঘ আলোচনা সমালোচনা ও লড়াই সংগ্রামের পর অবশেষে দিনাজপুরের ঘোড়াঘাটে আফছারাদ কলোনীতে মসজিদে তাওহীদ ও ইসলামিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ মে) বাদ জোহর উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কশিগাড়ি আফছারাবাদ কলোনিতে এ মসজিদ ও কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদের মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, মুফতি মনোয়ার হোসেন, ৩নং সিংড়া ইউ’পি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন প্রমূখ।
এ সময় মুফতি মনোয়ার হোসেন বলেন এ এলাকায় দীর্ঘ দিন কথিত বিতর্কিত রহিম শাহ্ বাবা নামক ভন্ড পীরের শিরক ও বিদ’আতের আস্তানা গড়ে উঠেছিল। এখানে কবরপূজা, কুসংস্কার, গান-বাজনা নারীদের অবাধ যাতায়াত সহ ইসলামের নামে অশ্লীলতা ও বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। আর এ থেকে মুক্তি পেতে দীর্ঘদিন থেকে আলাপ আলোচনা ও লড়াই সংগ্রামের পর অবশেষে এলাকাবাসীর হৃদয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এ মসজিদ ও কমপ্লেক্স উদ্বোধন করা হচ্ছে।