নুরুল আবছার নূরী,ফটিকছড়ি, চট্টগ্রাম :
ফটিকছড়ি উপজেলা স্হায়ী ও অস্থায়ী মিলে প্রায় ৪২ টি গরু বাজার রয়েছে।ঈদুল আযহার বাকি আছে মাত্র ১৮ দিন এখনো পর্যন্ত বেচাকিনা তেমন জমে উঠেনি। সরজমিন গিয়ে দেখা যায় ফটিকছড়ি বিবিরহাট বাজার ছাগলহাটে কিছু কিছু বেচাকিনা হলেও গরু বাজার তেমন জমে উঠেনি। কয়েকজন বিক্রেতার সাত কথা বলে জানা যায় যদিও কোরবানি ঈদের ১৮ দিন বাকি আছে কিন্তু ক্রেতাদের তেমন একটা আনাগোনা নাই। অনেকের গরু রাখার জায়গায় নেই তাই কিনতে চাচ্ছে না।হয়তো আগামী সাপ্তাহে বেচাকিনা হবে। ছাগল বেচাকিনা চলছে। আনোয়ার হোসেন ব্যাপারি বলেন কয়েকটি মাত্র বিক্রি করেছি তবে এখনো পুরাপুরি বেচাকিনা চলছে না।আগমী সপ্তাহে বেচাকিনা বাড়তে পারে।