ঢাকাশুক্রবার , ৬ জুন ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালার ভারসাম্যহীন মানুষ পেল ঈদ উপহার

Link Copied!

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং বাজার এলাকায় ঈদ উপলক্ষে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছেন জনাব ওমর ফারুক, যিনি এলাকায় একজন মানবিক ফেরিওয়ালা হিসেবে পরিচিত। প্রতিবছরের মতো এবারও ঈদের আগমনে তিনি ভারসাম্যহীন ও অসহায় মানুষদের জন্য আয়োজন করেন বিশেষ ঈদ সাজ।

এই আয়োজনে শুধু উপহার সামগ্রী নয়, ওমর ফারুক নিজ হাতে ভারসাম্যহীন মানুষদের গোসল করিয়ে দিয়ে তাদের পরিস্কার করে নতুন জামাকাপড় পরিয়ে দেন। এ সময় তাদের মুখে ফুটে ওঠে ঈদের আনন্দ ও একধরনের সম্মানবোধ, যা সমাজে বিরল এক উদাহরণ।

মানবিক এ কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিডি ক্লিন দীঘিনালা উপজেলা টিম। উপস্থিত ছিলেন মেরুং বাজারের সম্মানিত ব্যবসায়ী জনাব মহিউদ্দিন, বিডি ক্লিন-এর উপজেলা সমন্বয়ক মেহেদী হোসেন এবং স্বেচ্ছাসেবক দিন ইসলাম।

এই আয়োজন এলাকার মানুষের হৃদয়ে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।