মোঃ আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অসুস্থ মা ও ছেলের ঔষধ আনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জের ধরে গলায় ফাঁস নিয়ে রোকনুজ্জামান রোকন মন্ডল (২৭) নামে এক যুবক আত্নহত্যা করেছে। সে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফিক মন্ডলের ছেলে।
সোমবার (০৯ জুন) দিবাগত রাত আড়াই টার সময় বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামের বাড়ীতে আত্নহত্যা করে।
স্থানীয়রা জানিয়েছেন, রোকনুজ্জামানের ছেলে রিফাত (১) বৎসর ও মা রিজিয়া বেগম অসুস্থ ছিল। কিন্তু সে পাশের বাড়ি একটি বিয়ের অনুষ্ঠানে রাত ১২ টা পর্যন্ত অবস্থান করে। বাড়িতে আসলে স্ত্রী তার স্বামীকে বলে তোমার ছেলে ও মা অসুস্থ তাদের জন্য ঔষধ আনতে হবে। পরে বাজার থেকে তার ছেলে ও মায়ের জন্য ঔষধ নিয়ে আসে। এ বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হয়। স্ত্রীর উপর অভিমান করে রোকনুজ্জামান ওরফে রোকন মন্ডল বাড়ির সকলের অগোচরে রাত আড়াই টার দিকে ঘর থেকে বাহির হয়ে বসতবাড়ির আঙ্গিনায় আম গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। রাত তিনটার দিকে তার মা রাজিয়া বেগম ঘরের বাইরে আসলে দেখতে পায় আম গাছের ডালের সাথে তার ছেলে রোকনুজ্জামান রোকন গলায় রশি দিয়ে ঝুলে আছে। তার চিৎকারে স্ত্রী লাবনী আক্তার, চাচা রশিদ মন্ডল সহ বাড়ির আশপাশের লোকজন এসে গলার রশি কেটে নিচে নামায়। মঙ্গলবার সকালে বালিয়াকান্দি থানায় এসআই সুকদেব মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন, এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।