ঢাকামঙ্গলবার , ১০ জুন ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অপরিণত বয়সে প্রেম অতঃপর বিয়ে রাজবাড়ীতে বিয়ের ৩৫দিনেই স্কুল ছাত্রীর রহস্য জনক মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
জুন ১০, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি:

আজমিন আক্তার ও তামিম মোল্যা। দুজনই রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। দু’জন সহপাঠী থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেম থেকে তারা একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেয়। ৩৫দিন দিন আগে তাদের বিয়ে হয়। এরই মধ্যেই তাদের প্রেম আবেগ শেষ।

সোমবার বিকেলে রাজবাড়ী সদর হাসপাতালে পাওয়া গেল তাজমিনের মরদেহ। তাজমিন বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের করমচাঁদপুর গ্রামের আলিমুজ্জামান (আন্টুর) মেয়ে। এ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। মেয়ের বাবা সহ পরিবারের দাবী পরিকল্পিত ভাবে হত্যা আর ছেলের পরিবারের দাবী গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা।

সোমবার (০৯ জুন) দুপুর পৌনে ১ টা দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর (শ্রীরামকান্দি) গ্রামের তামিম মোল্লার স্ত্রী আজমিন আক্তার শশুর বাড়ির লোক চক্ষুর অন্তরালে বসতঘরের পশ্চিম পাশের রুমে বৈদ্যুতিক সিলিং ফ্যানের সাথে পরিহিত ওড়না গলায় পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। এসময় স্বামী ও শাশুড়ি ঘরে প্রবেশ করে দেখতে পায় ঘরের মধ্যে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। দেখে দ্রুত বটি দিয়ে ওড়না কেটে সিলিং ফ্যান থেকে খাটের উপর নামায়। তাদের ডাক চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন এসে অবস্থা গুরুতর হওয়ায় তার স্বামী ও পরিবারের লোকজন দ্রুত তাকে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজমিন আক্তার ও তার স্বামী তামীম মোল্লা রাজধরপুর হাই স্কুলে দশম শ্রেণীতে একসঙ্গে লেখাপড়া করে। লেখাপড়ার সুবাদে উভয়ের মধ্য প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৩৫দিন আগে উভয়ে বাড়ি থেকে পালিয়ে নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীতে উভয় পরিবার তাদের বিবাহ মেনে নেয়। বিবাহের পর থেকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। গত ৩-৪ দিন আগে আজমিনকে জ¦ীনে আসর করেছে বলে পরিবারকে জানায়। গত ০৮ জুন রাতে আজমিনের বাবা আলিমুজ্জামান তার মেয়েকে জ¦ীনের আসর থেকে চিকিৎসার জন্য স্থানীয় কবিরাজ হাসেমকে নিয়ে চিকিৎসা করিয়েছিল।
কয়েকজন বলেন, বাল্য বিয়ে, বাল্য প্রেম দুটাই ভয়ানক। চারপাশে তাকালে কি ভয়ংকর লাগে পরিবেশগুলো দেখলে। রেস্টুরেন্ট, পার্ক বা যেখানে ছেলেমেয়েগুলো আড্ডা দেয় সেইসব জায়গায় একটু সময় দিবেন অবাক না হয়ে কেউ থাকতে পারবেন না। প্রত্যেকেরই উচিত তাদের ছেলেমেয়েদের প্রতি সুনজর রাখা। এমন ঘটনা মর্মান্তিক। এমন ঘটনা না ঘটুক।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাজবাড়ী সদর থানার এসআই সৌরভ কুন্ডু লাশ হেফাজত নিয়ে সুরতহাল রিপোর্ট, প্রস্তুত করেন। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।