মোঃ আমিরুল হক, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানা পুলিশের উদ্ধারকৃত অজ্ঞাত এক বৃদ্ধা (বয়স আনুমানিক ৫৫) অবশেষে মারা গেছেন। শুক্রবার ভোর রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।
পাংশা হাইওয়ে থানা পুলিশ জানায়, ভোররাতে মহাসড়কে নিয়মিত টহলের সময় রাজবাড়ী- কুষ্টিয়া মহাসরকের আফরা নামক স্থানে সড়কের পাশে ওই নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে, পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় বা মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
এ বিষয়ে কেউ যদি ওই নারীর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাদের নিকটস্থ থানায়/ পাংশা হাইওয়ে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

