আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রবিবার বিকালে সদর উপজেলার লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর ঈদগাহপাড়া তরুণ সংঘ বনাম সরদারপাড়া তরুণ সংঘ।
খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধে ১ গোলে এগিয়ে যায় লক্ষ্মীপুর ঈদগাহপাড়া তরুণ সংঘ। নির্ধারিত সময়ের মধ্যে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে লক্ষীপুর ঈদগাহাপাড়া তরুণ সংঘ বিজয়ী হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।
এ-সময় তিনি বলেন, খেলাধুলাসহ সামাজিক সকল ভালো কাজে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের সকলের। সুস্থ শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজ দেশের সম্পদ, লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে তাদের সামনের দিকে এগিয়ে নিতে হবে। কারণ তারাই আগামীতে উন্নত, সুন্দর ও শক্তিশালী দেশ গঠনে ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান।সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিম।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।