ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাঘাইছড়িতে আহত নুরুল ইসলামের পাশে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি
জুন ৩০, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌর ৩নং ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা, দুর্ঘটনায় পা ভেঙে গুরুতর আহত মোঃ নুরুল ইসলামের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম।
সোমবার (৩০ জুন) রাত ৮টার দিকে সংগঠনের একাধিক সদস্য নুরুল ইসলামের বাড়িতে গিয়ে তার হাতে নগদ অর্থ সহায়তা ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সদস্য ও সহযোদ্ধা মোঃ সাইজ উদ্দিন সাজু, বর্তমান সদস্য মোঃ মাসুম রানা, মোঃ আসিফ ইসলাম, মোঃ নুর আলম, মোঃ আব্দুল হালিম ও মোঃ আরিফুল ইসলামসহ অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ।
সংগঠনের সদস্য মোঃ মাসুম রানা বলেন, “মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে সংগৃহীত অর্থ ও দ্রব্যসামগ্রী আজ অসুস্থ নুরুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “আমাদের সংগঠন সবসময় অসহায়, বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”