মোঃ জাহিদ হোসেন জিমু,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জের আলোচিত অটোরিকশা চালক শহিদুল হত্যাকান্ডের রহস্য উদঘটন করেছে পুলিশ। সেই সাথে হত্যাকান্ডের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো: শরিফুল ইসলাম। তিনি বলেন, সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম শিবরাম গ্রামের মৃত ফজল হকের ছেলে নিহত অটো রিকশা চালক শহিদুল ইসলাম প্রতিদিনের মত গত ২৮ জুন বিকালে অটো নিয়ে ভাড়ার জন্য বাড়ি থেকে বের হন। পরদিন সকালে একটি বিল থেকে তার মরদেহ পাওয়া যায়।
এরপরেই হত্যাকান্ডের রহস্য উদঘটনে কাজ শুরু করে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩০ জুন রাতে নিহত শহিদুলের বন্ধু মোশারফ হোসেন মুশফিক ও পহেলা জুলাই রাতে শান্ত মিয়া আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তারা দুজন হত্যাকান্ডের কথা স্বীকার করে। আজ তাদের আদালতে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, পূর্বের কথাকাটাটির জের ধরে ২৮ জুন রাতে তার বন্ধু মোশারফ হোসেন মুশফিক ও শান্ত মিয়া শহিদুল ইসলামকে সুন্দরগঞ্জের চাকুলিয়া বিলে নিয়ে গিয়ে অতিরিক্ত গাজা সেবন করায় পরে গলায় রশি পেচিয়ে শহিদুলকে হত্যা করে ফেলে রেখে যায়। বিক্রির জন্য খুলে নিয়ে অটোরিকশার ব্যাটারি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুল হাকিম, ডিএসবির অফিসার ইর্নচাজ আব্দুল লতিফ, কায়সার আলী সহ অন্যরা।