মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা জেলা প্রতিনিধি :
২ জুলাই রাত আনুমানিক ১২ টার পর সাচিবুনিয়া বিশ্বরোড চৌরাস্তার মোড়ে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জিরো পয়েন্ট থেকে ছেড়ে আসা একটি কাঠালবাহী চলন্ত ট্রাকের সামনে প্রাইভেট কারটি ওভারটেক করে সামনে এসে আচমকাই ব্রেক করে আর তখনই ট্রাকটির সাথে প্রাইভেট কারের ভয়াবহ সংঘর্ষ হয়। উক্ত ঘটনায় প্রাইভেট কারে তিনজন আরোহী ছিলেন যাদের কেউ আহত হননি এবং ট্রাকে থাকা ড্রাইভার সহ আরো দুইজন অর্থাৎ যে তিনজন ছিলেন তাদের ভিতরে ড্রাইভার সামান্য আঘাত পায় এবং হেল্পার তার বুকে কিছুটা আঘাত পায় এবং পরবর্তীতে তাকে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং অন্যজনের কিছু হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান প্রাইভেটকারটি মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে আসছিল এবং প্রাইভেট কারের ড্রাইভারটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল যার জন্য এই দুর্ঘটনাটি ঘটে।
এই দুর্ঘটনার প্রায় এক ঘন্টা পর স্থানীয় পুলিশ সদস্য এবং একটি উদ্ধার টিমের সহায়তায় গাড়িগুলোকে উদ্ধার করা হয়। উল্লেখ্য যে; এই বিশ্বরোড মোড়ে প্রায় দুর্ঘটনার শিকার ও বিভিন্ন ধরনের যানবাহন।