নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের
ঐতিহাসিক পাগলা মসজিদে এখন থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে দান করা যাবে। দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে চালু করা হয়েছে ‘পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স এর অনলাইন ডোনেশন ওয়েবসাইট।
শুক্রবার (৪ জুলাই) বেলা ১১ ঘটিকায় মসজিদ প্রাঙ্গণে নতুন এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান।
ডিসি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাগলা মসজিদের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র। অনেকেই দান করতে চাইলেও নির্ভরযোগ্য মাধ্যমের অভাবে করতে পারছিলেন না। মানুষ যেন প্রতারিত না হয় এবং ঘরে বসেই নিরাপদে দান করতে পারে-এই উদ্দেশ্যে এই অনলাইন ডোনেশন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। জেলা প্রশাসক আরো জানান, আগ্রহীরা এখন থেকে www.paglamosque.org ওয়েবসাইটে গিয়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন পেমেন্টের মাধ্যমে সহজেই দান করতে পারবেন। এসব দানের অর্থ মসজিদের স্থানে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স নির্মাণের কাজে ব্যয় হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।