ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা খন্দকার আসাদ বাহিনীর অত্যাচারে মানুষ অতিষ্ঠ

admin
জুলাই ৫, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার, গোসিংগা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খন্দকার আসাদ হাটের মারাত্মক রোগ নিয়েও এখনো জীবন যুদ্ধের সন্ধিক্ষণে লড়াই করে বেঁচে আছেন স্রষ্টার কৃপায়। গোসিংগা ইউনিয়ন বিএনপি’র একাধিক নেতাকর্মীদের অভিযোগ করেন এবং চাপা খুব নিয়ে বলেন, বিগত টাইমে খন্দকার আসাদ, এবং যারা গোসিংকে ইউনিয়নের দায়িত্বে ছিলেন বেশিরভাগ আওয়ামী লীগের সাথে আতাত করেই রাজনীতি করেছেন, এবং বিএনপি’র তেগী নেতাকর্মীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে ঠেলে দিয়েছেন , খন্দকার আসাদ প্রকাশে ই বলেন তার বিএনপি’র কোন ভোটের বা ভোট ব্যাংকের প্রয়োজন নেই, অথচ সে বিএনপি’র সভাপতি দায়িত্ব থেকে চেয়ারম্যান হয়েছেন বিগত টাইমে, প্রত্যেক ওয়ার্ডেই তার কিছু সন্ত্রাস বাহিনী আছে, যাদেরকে দিয়ে সে বিভিন্ন অপকর্ম করিয়ে থাকেন, কর্ণপুর ১ নং ওয়ার্ডের আবুল কালাম আজাদী, খন্দকার আসাদের হাতিয়ার বলে’ই তাকে চিনে সবাই। এমন কোন অপকর্ম নেই যে সে করে না, আরেক জন খিলপাড়া গ্রামের রুবেল পালোয়ান আসাদের ডান হাত, কথিত আছে এইসব পালোয়ান দিয়েই আসাদ বিভিন্ন অপকর্ম ঘটিয়ে থাকেন! রুবেল পালোয়ানের কাজ হল সরকারি জমি ভরাট করা, মানুষের বাড়িঘর ভেঙ্গে দেওয়া, গত সপ্তাহে গাজিয়ারন গ্রামে একটি বিএনপির কর্মীর বিচার হয়,এখানে সে তার নিজের কর্মীর বিরুদ্ধে টাকা খেয়ে বিপক্ষে পক্ষে রায় দেন, খন্দকার আসাদের আপন ভাই গরু জবাই করে মানুষকে খাওইয়ে আওয়ামী লীগে যোগদান করেন। কিছুদিন আগে শ্রীপুর উপজেলা বিএনপি’র কমিটি গঠন হয়, সভাপতি দায়িত্ব পান অত্যন্ত সৎ এবং ক্লিনিভেজের প্রার্থী জনাব আব্দুল মোতালেব, গোসিংগা ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের মাঝে চাপা খুব তারা আশা করেন উপজেলায় যেমন ক্লিন ইমেজের প্রার্থী আসছে ঠিক তেমনি গোসিংগা বিএনপি’র ক্লিন ইমেজ এর নেতৃবৃন্দ এবার ইউনিয়নের দায়িত্ব চাই।