মোঃ আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পিচ্ছিল সড়কে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খোন্দকার মাসুদ রানা (৪২) নামে ফ্রেশ কোম্পানীর এসআরের মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার শংকরদিয়া গ্রামের খন্দকার নান্নু মিয়ার ছেলে।
শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার সময় বালিয়াকান্দি উপজেলার আইনউদ্দীনের মোড়ে নসিমন পিচ্ছিল সড়কে উল্টে গিয়ে চাপা পড়ে।
স্থানীয়রা জানিয়েছেন, পিচ্ছিল সড়কে নসিমন উল্টে ফ্রেশ কোম্পানীর এস আর খোন্দকার মাসুদ রানা চাপা পড়ে গুরুত্বর আহত হয়। তাকে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।