মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৪নং ওয়ার্ডের পদ্মপাড়া এলাকায় এক প্রবাসীর ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। তবে ঘটনাটি আরও রহস্যময় হয়ে উঠেছে, চোরেরা পালানোর সময় একটি মোটরসাইকেল ফেলে যায় আর এ ঘটনার কিছুক্ষণ আগেই একই বাইকের মালিকপক্ষ থানায় একটি জিডি করেন যে তাদের বাইক টি সন্ধ্যা কনিকারা কবর স্হানের পাশ থেকে চুরি হয়েছে।
অপরদিকে কাইতলা মধ্য পাড়ায় সন্ধ্যায় তাজুল ইসলাম নামের এক শিক্ষক এর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটছে, ডাকাতরা শিক্ষকের স্ত্রী কে কুপিয়ে জখম করে নগদ অর্থ ও স্বর্ণঅলংকার নিয়ে গেছে।
এদিকে একই দিনে সন্ধ্যার মধ্যে একটি ডাকাতি ও দুটি চুরির ঘটনায়, মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে, অনেকের দাবী আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মপাড়ার মাইন উদ্দিন সওদাগরের বাড়ির ভাড়াটিয়া ও ছলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের প্রবাসী শরিফ মিয়ার ঘরে দুইজন চোর আনুমানিক রাত ৮ টায় প্রবেশ করে। তারা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ ৭ লক্ষ টাকা ও প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।এ সময়
চোরেরা পালানোর সময় তাড়াহুড়োয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ঘটনাস্থলে ফেলে রেখে যায়। ফেলে যাওয়া বাইকটির নম্বর ঢাকা মেট্রো-ল-৭০-১৫৩২। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাইকটি জব্দ করে।
এদিকে, একই নম্বরের মোটরসাইকেল শিবপুর ইউনিয়নের কনিকারা কবরস্থান থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে চুরি হয়েছে উল্লেখ্য করে নবীনগর থানায় জিডি করেছেন বাইকের মালিকপক্ষ, যা প্রবাসীর বাড়িতে ঘটে যাওয়া ঘটনার থেকে আনুমানিক ৩০ মিনিট পূর্বে।
অদ্ভুতভাবে, ৩০ মিনিটের ব্যবধানের পরই সেই একই নম্বরের বাইকটি নবীনগর পৌরসভার পদ্মপাড়ায় চুরির ঘটনায় ব্যবহৃত অবস্থায় পাওয়া যায় যা এখন পুলিশের হেফাজতে।
এই রহস্যজনক ঘটনাকে ঘিরে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, এই ঘটনার পেছনে বড় কোনো সংঘবদ্ধ চক্র থাকতে পারে, তাই পুলিশ যেন বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, আমি নবীনগর নেই ব্রাহ্মণবাড়ীয়ায় আছি, আগামীকাল এসে বিষয়টি দেখবো।
ঘটনাটি এখন নবীনগরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

