ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তা কলাপাতা রেষ্টুরেন্টের কর্মরত সায়মা নামে এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

admin
অক্টোবর ১৫, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে ডোবা থেকে সায়মা(২২) নামে এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় মোগড়াপাড়া চৌরাস্তা কলাপাতা রেষ্টুরেন্টের কর্মরত সায়মা নামে এক নারী চার দিন নিখোঁজ থাকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে রাস্তার পাশে ডোবায় একটি বস্তা দেখতে পান। পরে তারা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে অবহেলিত করেন স্থানীয়রা পরে পুলিশ ও জনতা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে ।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা বন্দী লাশটি উদ্ধার করে। খোলার পর দেখতে পায় একটি যুবতীর মরদেহ, তবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে রাস্তার পাশে ডোবায় ফেলে যায়। নিহত যুবতীর নাম সায়মা (২২) তিনি মোগড়াপাড়া চৌরাস্তায় স্থানীয় কলাপাতা নামে একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। রেষ্টুরেন্টের মালিক পক্ষ থেকে কোন প্রকার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। অন্য দিকে সামাজিক মাধ্যমে কলাপাতা রেষ্টুরেন্টের মালিকের নামে ফেক ফেসবুক আইডি দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে কয়েকজন মিলে ডোবার পাশে গিয়ে বস্তাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে জানা যায় দুই বছর পূর্বে নিজেদের পছন্দ মত বিয়েতে আবদ্ধ হয়েছে ছিলেন বলে জানা যায়। উভয়ের পরিবার পরিজন তাদেরকে মেনে নেননি বলই সোনারগাঁয়ে ভাড়া বাসায় থাকতেন সায়মা একটি রেষ্টুরেন্টে চাকরি করতেন বলে জানা যায়। তার স্বামী রায়হান কুমিল্লার বাড়ী বলে জানিয়েছেন এলাকাবাসী। মৃত সায়মার মামা নামে পরিচয়ে খোকন শেখ সাগর একজন বলেন স্বামী স্ত্রীর মধ্যে বনা গতি না হওয়ায় হয়তো এই মর্মান্তিক হত্যা ঘটনা ঘটেছে। মামা খোকনের দাবি সায়মার স্বামী রায়হানকে খুঁজে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসা বাদ করলেই আসল রহস্য উন্মোচন হবে। মৃত ব্যক্তির পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে কেউ উপস্থিত হয়নি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রাশেদুল হাসান খাঁন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের শেষে রিপোর্ট অনুযায়ী বিস্তারিত প্রকৃত ঘটনা জানা যাবে এবং আইন গত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে ।