নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় পুকুরের পানিতে ডুবে ফারহান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৫ অক্টোবর বুধবার ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ড রাজু সুলতান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফারহান ওই এলাকার জামাল ড্রাইভারের পুত্র।
জানা গেছে নিহত শিশু পরিবারের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বেরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফারহানের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

