ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় “সুজন” এর কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা

admin
অক্টোবর ১৬, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আবদুল আউয়াল সরকার,কুমিল্লা থেকে:

সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গনতন্ত্রের
রক্ষাকবচ” এই স্লোগানকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা ও মহানগর কমিটির আয়োজনে কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর ২০২৫ খ্রিঃ) বিকেলে কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ হিলটন টাওয়ারের কেপসিকাম হোটেল এর কনফারেন্স রুমে
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খাঁন এর সভাপতিত্বে
এ সভা অনুষ্ঠিত হয়।

সুজন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর কমিটির সভাপতি আনিছুর রহমান আকন্দ।

এসময় আরো বক্তব্য রাখেন,
সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দীন, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু, মেজবাহুল হক রানা,দেবিদ্বার উপজেলা কমিটির সভাপতি এটিএম সাইফুল ইসলাম মাসুম, বুড়িচং উপজেলার সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, লালমাই উপজেলা সভাপতি রিয়াজ মোর্শেদ,মুরাদনগর উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, লাকসাম উপজেলার সভাপতি কাজী খোরশেদ, ব্রাক্ষনপাড়া উপজেলা সভাপতি সৈয়দ আহমেদ লাভলু, লাঙ্গলকোট উপজেলা সভাপতি মজিবুর রহমান, মহানগর কমিটির অর্থ সম্পাদক সামছুন্নাহার ঝুমুর,যুগ্ম সম্পাদক আজাদ সরকার লিটন,এটিএম মোস্তফা কামাল, বিজিডিসি ডিজিএম বেলায়েত হোসেন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক ওমর ফারুকী তাপস,সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক এইচ এম মনির হোসেন, জেলা কমিটির নির্বাহী সদস্য মোঃ আবদুল আউয়াল সরকারসহ জেলা উপজেলার সুজনের সদস্যরা।

এসময় বক্তারা বলেন,
সুজন- দেশের সচেতন নাগরিকদের সমন্বয়ে গড়ে ওঠা একটি নাগরিক সংগঠন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া-সহ রাষ্ট্রের সকল স্তরে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই সুজন-এর মূল লক্ষ্য।আইনের শাসন, মানবাধিকার সংরক্ষণ, সমতা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা তথা সমাজের সকল স্তরে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করার লক্ষ্যে নাগরিকদের সচেতন, সক্রিয়, সোচ্চার ও সংগঠিত করা।
‘সুজন’ রাজনৈতিক নজরদারি মূলক সংগঠন। মার্কা নয়,সৎ মানুষকে জনগন ভোট দেবে এটাই প্রত্যাশা।সুন্দর দেশ গড়ার লক্ষ্যে সুজন কাজ করে যাচ্ছে।