মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আজ শনিবার দুপুর ১২ টায় জেলা শহরের পৌর পার্কে সাধারন ছাত্র জনতার আয়োজনে এই সংহতি সভা অনুষ্ঠিত হয়। ফিহাদুর রহমান দিবসের পরিচালনায় সংহতি সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ, সিভিল সার্জন রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির সভাপতি ডাঃ মাইনুল হাসান সাদিক, জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ মোঃ রোকনুজ্জামান। এছাড়াও সংহতি সভায় সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, আইনজীবী সহ বিভিন্ন পেশার সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন উত্তরবঙ্গের মধ্যে সব চেয়ে অবহেলিত জেলা হচ্ছে গাইবান্ধা। স্বাধীনতার এত বছর পরেও চিকিৎসা ক্ষেত্রে তেমন কোন উল্লেখ যোগ্য উন্নয়ন হয়নি। গুরুতরো অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে যেতে হয়। গাইবান্ধায় সরকারি অনেক পরিত্যাক্ত জমি রয়েছে সেখানে চীনা বিনিময়ে নির্মিতব্য হাসপাতাল টি বিনির্মানের জোর দাবি জানান তারা।