ঢাকাশনিবার , ২৬ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

সজীব হাসান,,( বগুড়া) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান,,( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় চাপাতি ও নগদ টাকাসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার ধারালো চাপাতি ও নগদ ১৪ হাজার টাকাসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখার অভিযানে এসব ছিনতাকারী গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলো- শাজাহানপুর উপজেলার লতিফপুর মধ্যপাড়ার আজিজ শেখ এর ছেলে আরিফ শেখ (৩২), শহরের চকফরিদ কলোনির আব্দুল খালেক বাদলের ছেলে তারিকুল ইসলাম তারেক (৩১) এবং শাহজাহান পুর থানার গণ্ডগ্রাম সাকিনস্থ খোরশেদ আলম বুদুর ছেলে মোঃ জাহিদ। পুলিশ জানায়, গত ২১ ডিসেম্বর শহরের চকফরিদ কলোনিস্হ ফাতেমা কর্টেজ নামক বাসার সামনে হতে যমুনা গ্যাস সিলিন্ডারের ডিলার মোছাঃ আম্বিয়া খাতুনের ম্যানেজার তারেক কে ছিনতাইকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে তার ব্যাগে থাকা নগদ ৯ লাখ ১৬ হাজার টাকা ছিনতাই করে। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানার মামলা নং ৫৬, তাং-২২/১২/২০২৪ খ্রিঃ ধারা-৩৯৪ দঃ বিঃ রজু হয়। এ বিষয়ে শহরে চাঞ্চল্য সৃষ্টি হলে জেলা গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করে এবং তদন্তের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা পুলিশের একটি টিম শহরের কলোনি বটতলা এলাকা হতে ছিনতাইয়ের মুল হোতা আরিফ শেখ (৩২) কে গ্রেফতার করে। এসময় পরিহিত প্যান্টের কোমরের পিছনে বিশেষ ভাবে রাখা অনুমান ১৫ ইঞ্চি লম্বা ধারালো চাপাতি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাতে ওই ছিনতাইয়ে জড়িত তারিকুল ইসলাম তারেক (৩১) ও জাহিদকে সদর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। তাদের নিকট হতে ছিনতাইকৃত নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে হত্যা ছিনতাই মারামারি সহ একাধিক মামলা আদালতে চলমান। প্রাথমিকভাবে আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনতাই কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র উদ্ধার, ছিনতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধারসহ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।