ঢাকাশুক্রবার , ২ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি টু চট্টগ্রাম ডাইরেক এক্সপ্রেস নামের বাসগুলো অতিরিক্ত যাত্রী ও দূর্বব্যবহার করা হচ্ছে

Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিভিন্ন সড়কের ডাইরেক এক্সপ্রেস নামের বাসগুলো অতিরিক্ত যাত্রী বুঝাই করে চলছে। প্রতিবাদ করলে যাত্রীদের সাথে দূর্ব ব্যবহার করে। ফটিকছড়ি বাসষ্ট্যান্ড থেকে ফটিকছড়ি টু চট্টগ্রাম ডাইরেক এক্সপ্রেস নামের বাসগুলো অতিরিক্ত যাত্রী বুঝাই করে চলছে। শুক্রবার আসলে আর কথা নাই। অথচ নিয়ম অনুযায়ী নির্ধারিত আসনে নির্ধারিত ভাড়া নিয়ে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম শহর (অক্সিজেন) পর্যন্ত ৮০ টাকা ভাড়া আদায় করে চলাচল করে। কিন্ত শুক্রবার আসলে নানা অযুহাত খুঁজে অর্থাৎ চট্টগ্রাম থেকে খালি আসতে হবে বলে যাত্রীদের হয়রানি করা হচ্ছে।
আজ (২মে) শুক্রবার বিবিরহাট বাসস্ট্যান্ডে সরজমিনে গিয়ে দেখা যায় ডইরেক এক্সপ্রেস নামের একটি বাস (চট্টমেট্টো -ব১১,০৯১০) গাড়ির হেলপার বলেন চট্টগ্রাম টু ফটিকছড়ি ডাইরেক এক্সপ্রেস ৮০ টাকা দরদাম করে নিচ্ছে। আবার পথে দাড়িঁয়ে ৬/৭ জন অতিরিক্ত যাত্রী নিয়েছে।তারা আরও বলছে যেখানে নামেন ৮০ টাকা দিতে হবে। এই বাসে ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক ছিলেন। তার গন্তব্য স্হান হাটহাজারি তিনি উঠার সময় বলেছেন আমি হাটহাজারী যাব ভাড়া ৪০টাকা কিন্তু তাঁর থেকে ৫০ টাকা নিয়েছেন তারঁ সাথে খারাপ আচরণ করেছেন।
এই ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সাথে কথা বলে জানাতে পেরেছি তিনি আজকে আমার নিকট শুনেছেন।তদন্ত করে ব্যবস্হা নিবেন বলে জানান।প্রতিনিয়তই বাসগুলো অতিরিক্ত যাত্রী বুঝাই করে চলছে। যততত্র যাত্রী উঠা নাম করে থাকে। প্রতিবাদ করলে যাত্রীদের সাথে দূর্ব ব্যবহার করে থাকে। বাসগুলো হেয়াকো টু চট্টগ্রাম ডাইরেক এক্সপ্রেস, বাগানবাজার টু চট্টগ্রাম ডাইরেক এক্সপ্রেস, ফটিকছড়ি টু চট্টগ্রাম ডাইরেক এক্সপ্রেস। এদের ইচ্ছা মাফিক চলে।