নুরুল আবছার নূরী চট্টগ্রাম ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সমিতিরহাট ইউনিয়ন সাদেকনগর এলাকা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯০০মিটার নিষীদ্ধ চরঘেরা জাল জদ্ধ করেন ফটিকছড়ি উপজেলা মৎস্য অধিদপ্তর।
বুধবার (১৪এপ্রিল) সকালে গোপন সূত্রে খবর পেয়ে ফটিকছড়ি উপজেলা মৎস্য অধিদপ্তর কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
হালদা নদীতে সমিতিরহাট ইউনিয়নের সাদেকবগর এলাকায় অভিযান পরিচালনা করে ৯০০ মিটার নিষিদ্ধ চরঘেরা জাল জব্দ করা হয়।
অভুযানে সহযোগিতা করেনন হালদা প্রকপ্লের প্রহরী। উল্লেখ্য যে মে,জুন মাসে হালদা নদীতে মা-মাছ ডিম দেওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে কিছু দুষ্কৃতকারী মানুষ সময়ের সুযোগ নিয়ে অবৈধ ভাবে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। এই অবৈধ ভাবে মাছ ধরার বন্ধ করতে এবং
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে জানিয়েছেন।